Posts

Showing posts from February, 2024

Unitary method pdf

 https://drive.google.com/file/d/1PR9Rd0iO2qALdt1nksGm39A7Sc8IUUjR/view?usp=drivesdk

ঐকিক নিয়ম পর্ব ২

 লেভেল ২ উপরের সমস্যা/ অঙ্কগুলোতে ১টির মান দেওয়া ছিল তাই একটির মূল্যের সাথে  যে কয়টির মূল্য চেয়েছে সেই ক'টির মূল্য গুন করেছিলাম৷ কিন্তু যদি ১ টির মূল্য না দেওয়া থাকে একাধিক জিনিসের দাম বের করতে বলে তবে সেক্ষেত্র ১ টির দাম বের করে নিতে হবে৷  যেমন  ১০ টি ঝুড়িতে ৫০ টি আম আছে তবে ১ টি ঝুড়িতে কয়টি আম আছে? ১০ টি ঝুড়িতে আছে ৫০টি আম ১ টি ঝুড়িতে আছে ৫০/১০ আম  ৫টি আম এখানে ১০টির দাম দেওয়া আছে কিন্তু ১ টির দাম চেয়েছে সুতরাং ১০ টির দাম থেকে ১ টির দাম বের করতে হলে ১০টির দামকে ১০ দিয়ে ভাগ দিতে হবে৷  ঐকিক নিয়মে কথা সাজায় ঐকিক নিয়ম৷  এক এককের মূল্য বের করে সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে৷ উদাহরনসরূপ বলা হলো:  ৫টি চকলেটের দাম ১০ টাকা অতএব ১টি চকলের দাম কত? সমস্যাটি চলো একিক নিয়মে সমাধান করি ৫টি চকলেটের দাম ১০ টাকা  ১টি চকলেটের দাম ১০/৫ টাকা বা টাকা এইযে একটির দাম বের করে সমস্যার সমাধান করলাম এটিই ঐকিক নিয়ম৷  একইভাবে  এগুলির সমাধান করার চেষ্টা করি৷  ৩টি কলমের দাম ৯ টাকা হলে একটি কলমের দাম কত? ১০ টা লিচুর দাম ২০ টাকা হলে ১ টির দাম কত? ৬ টি...

মূর্ধন্যধ্বনি

 ট,ঠ,ড,ঢ, ণ এই বর্নগুলে উচ্চারণ করুন৷ এবারে খেয়াল করুন৷ জিহ্বা'র দিকে খেয়াল করুন৷ বর্ণগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা উল্টা একটা জায়গায় স্পর্শ হচ্ছে৷ খেয়াল করেছেন? হ্যাঁ,  যে স্থানটায় জিহ্বাটা লাগছে সেই স্থানের নামটাই মূর্ধা৷ আর আভিধানিক সংগা হল'  দন্তমূলের পিছনে শক্ত তালুর উচ্চতম স্থানটি'-কে  মূর্ধা  বলে l' আর এই ধ্বনিগুলো 'ট,ঠ,ড,ঢ,ণ ' মূর্ধাণ্য ধ্বনি৷ 

বড় বাবু

আসে কোত্থেকে এত টাকা কড়ি? জানেন-না বড় বাবু, এসি রুমে বসে ভাবছেন নিজে অভাবেতে তিনি কাবু৷ সচিবালয়ে যান নোয়া কারে সুট-টাই হাতে ঘড়ি ঘুষ খেতে খেতে মাথা মোটা হয়ে, বেড়ে গেছে তার ভুড়ি৷ যে কারনেতে টাকা পান গাদা সেই কাজে নেই মন চেয়ারেতে বসে চিন্তায় তিনি, ঘুষ খাবে কখন৷ কলমের দাম দুই-আনা তার, খোঁচার দাম কোটি কোটি, আয়েশের জীবন তার পরিবারে, দেশ চলে মেরে পটি৷ বেতন পান হাজার তিরিশ মেয়ের খরচ লাখে দুদক থেকে আসলে চিঠি শাঁক দিয়ে মাছ ঢাকে৷ বড় বাবু র নবাবী জীবন চাকরিটা তার সরকারি, জনগণ দূরে গিয়ে মর, ঘুষটা ভীষন দরকারী৷

ঐকিক নিয়ম পর্ব ১

লেভেল ১   ১টি গরুর দাম ১০০০ টাকা হলে ২ টি গরুর দাম কত?  এই প্রশ্নের উত্তর তুমি সহজেই দিতে পারবে৷  কিন্তু কিভাবে এটির উত্তর বের করতে হবে???  এই প্রশ্নের উত্তর তুমি সহজে দিতে পারবেনা৷   দেখো একটির দাম দেওয়া আছে, তাইতো?  এখন একটির দামের সাথে যে'কটির দাম চেয়েছে তা গুন করলেই উত্তর বের হবে৷   ১টি গরুর দাম ১০০০ টাকা   ২টি গরুর দাম ১০০০ ×২ টাকা ২০০০ টাকা  ৩ টি গরুর দাম চাইলে একইভাবে একটির দামের সাথে ৩ গুণ করলেই সমস্যার সমাধান হবে৷   ১ টি গরুর দাম ১০০০ টাকা   ৩টি গরুর দাম ১০০০ ×৩ টাকা  ৩০০০ টাকা একইভাবে ১টি ঝুড়িতে ৫টি আম আছে, ১০ টি ঝুড়িতে কতটি আম থাকবে?   ১টি ঝুড়িতে আছে ৫ টি আম   ১০টি ঝুড়িতে আছে ৫×১০ টি আম ৫০টি আম৷
Image
ডা জাফর ইকবাল তিনি বাংলাদেশের সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক৷  দেশের মানুষ তাকে দুই চোক্ষে দেখতে পারেনা৷ এর প্রধান কারন উনি যেটা চিন্তা করেন তা বাস্তবায়ন করা সম্ভব নয়৷ আর যদি বাস্তবায়ন সম্ভব হয়ে থাকে,  সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারেননা৷  উনি নিজে অন্যের লেখা কপি করে লিখেন, আবার মুখে সৃজনশীলতার কথা বলেন৷ তার কারনে কোমলমতি শিশুরা ক্ষতির সম্মুখীন হচ্ছে৷