ঐকিক নিয়ম পর্ব ২
লেভেল ২
উপরের সমস্যা/ অঙ্কগুলোতে ১টির মান দেওয়া ছিল তাই একটির মূল্যের সাথে যে কয়টির মূল্য চেয়েছে সেই ক'টির মূল্য গুন করেছিলাম৷ কিন্তু যদি ১ টির মূল্য না দেওয়া থাকে একাধিক জিনিসের দাম বের করতে বলে তবে সেক্ষেত্র ১ টির দাম বের করে নিতে হবে৷
যেমন
১০ টি ঝুড়িতে ৫০ টি আম আছে তবে ১ টি ঝুড়িতে কয়টি আম আছে?
১০ টি ঝুড়িতে আছে ৫০টি আম
১ টি ঝুড়িতে আছে ৫০/১০ আম
৫টি আম
এখানে ১০টির দাম দেওয়া আছে কিন্তু ১ টির দাম চেয়েছে সুতরাং ১০ টির দাম থেকে ১ টির দাম বের করতে হলে ১০টির দামকে ১০ দিয়ে ভাগ দিতে হবে৷
ঐকিক নিয়মে কথা সাজায়
ঐকিক নিয়ম৷
এক এককের মূল্য বের করে সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে৷ উদাহরনসরূপ বলা হলো:
৫টি চকলেটের দাম ১০ টাকা অতএব ১টি চকলের দাম কত?
সমস্যাটি চলো একিক নিয়মে সমাধান করি
৫টি চকলেটের দাম ১০ টাকা
১টি চকলেটের দাম ১০/৫ টাকা বা টাকা
এইযে একটির দাম বের করে সমস্যার সমাধান করলাম এটিই ঐকিক নিয়ম৷
একইভাবে
এগুলির সমাধান করার চেষ্টা করি৷
৩টি কলমের দাম ৯ টাকা হলে একটি কলমের দাম কত?
১০ টা লিচুর দাম ২০ টাকা হলে ১ টির দাম কত?
৬ টি বলের দাম ৬০ টাকা হলে ১ টির দাম কত?
Comments
Post a Comment