বড় বাবু

আসে কোত্থেকে এত টাকা কড়ি? জানেন-না বড় বাবু, এসি রুমে বসে ভাবছেন নিজে অভাবেতে তিনি কাবু৷ সচিবালয়ে যান নোয়া কারে সুট-টাই হাতে ঘড়ি ঘুষ খেতে খেতে মাথা মোটা হয়ে, বেড়ে গেছে তার ভুড়ি৷ যে কারনেতে টাকা পান গাদা সেই কাজে নেই মন চেয়ারেতে বসে চিন্তায় তিনি, ঘুষ খাবে কখন৷ কলমের দাম দুই-আনা তার, খোঁচার দাম কোটি কোটি, আয়েশের জীবন তার পরিবারে, দেশ চলে মেরে পটি৷ বেতন পান হাজার তিরিশ মেয়ের খরচ লাখে দুদক থেকে আসলে চিঠি শাঁক দিয়ে মাছ ঢাকে৷ বড় বাবু র নবাবী জীবন চাকরিটা তার সরকারি, জনগণ দূরে গিয়ে মর, ঘুষটা ভীষন দরকারী৷

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ফরম পূরনকারিদের তালিকা

বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ যশোর, স্কুলের তথ্য