মূর্ধন্যধ্বনি

 ট,ঠ,ড,ঢ, ণ এই বর্নগুলে উচ্চারণ করুন৷ এবারে খেয়াল করুন৷ জিহ্বা'র দিকে খেয়াল করুন৷ বর্ণগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা উল্টা একটা জায়গায় স্পর্শ হচ্ছে৷ খেয়াল করেছেন? হ্যাঁ,  যে স্থানটায় জিহ্বাটা লাগছে সেই স্থানের নামটাই মূর্ধা৷ আর আভিধানিক সংগা হল' দন্তমূলের পিছনে শক্ত তালুর উচ্চতম স্থানটি'-কে মূর্ধা বলে l' আর এই ধ্বনিগুলো 'ট,ঠ,ড,ঢ,ণ ' মূর্ধাণ্য ধ্বনি৷ 

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ফরম পূরনকারিদের তালিকা

বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ যশোর, স্কুলের তথ্য