Posts

নবম শ্রেণির ফরম পূরনকারিদের তালিকা

 বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ স্কুলে নবম শ্রেণির ছাত্রদের নামের তালিকা দেওয়া হল৷ নামে কোনো ভুল থাকলে সেটি স্যারকে জানানোর জন্য বলা হল৷ নামের তালিকা দেখতে, এখানে ক্লিক করুন৷

নিচের লিংক কপি করে প্রবেশ করুন

ফরম পূরন করতে   এখানে ক্লিক করুন ৷ 

বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ যশোর, স্কুলের তথ্য

তথ্য প্রদানের জন্য নিচের লিংকে প্রবেশ করুন৷  যেভাবে লেখা আছে, সেভাবে পূরন করুন৷ প্রথমে ইমেইল আইডি দিন৷ ইমেইল আইডি না থাকলে বন্ধুর ইমেইল আইডি ব্যবহার করে তথ্য দিতে পারেন৷  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflK7PpB3fa1mfE6V7U0F5EbetglGP-ibZNKeRincVt01LoIQ/viewform?usp=sf_link ফরম পূরন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন৷ 

Unitary method pdf

 https://drive.google.com/file/d/1PR9Rd0iO2qALdt1nksGm39A7Sc8IUUjR/view?usp=drivesdk

ঐকিক নিয়ম পর্ব ২

 লেভেল ২ উপরের সমস্যা/ অঙ্কগুলোতে ১টির মান দেওয়া ছিল তাই একটির মূল্যের সাথে  যে কয়টির মূল্য চেয়েছে সেই ক'টির মূল্য গুন করেছিলাম৷ কিন্তু যদি ১ টির মূল্য না দেওয়া থাকে একাধিক জিনিসের দাম বের করতে বলে তবে সেক্ষেত্র ১ টির দাম বের করে নিতে হবে৷  যেমন  ১০ টি ঝুড়িতে ৫০ টি আম আছে তবে ১ টি ঝুড়িতে কয়টি আম আছে? ১০ টি ঝুড়িতে আছে ৫০টি আম ১ টি ঝুড়িতে আছে ৫০/১০ আম  ৫টি আম এখানে ১০টির দাম দেওয়া আছে কিন্তু ১ টির দাম চেয়েছে সুতরাং ১০ টির দাম থেকে ১ টির দাম বের করতে হলে ১০টির দামকে ১০ দিয়ে ভাগ দিতে হবে৷  ঐকিক নিয়মে কথা সাজায় ঐকিক নিয়ম৷  এক এককের মূল্য বের করে সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে৷ উদাহরনসরূপ বলা হলো:  ৫টি চকলেটের দাম ১০ টাকা অতএব ১টি চকলের দাম কত? সমস্যাটি চলো একিক নিয়মে সমাধান করি ৫টি চকলেটের দাম ১০ টাকা  ১টি চকলেটের দাম ১০/৫ টাকা বা টাকা এইযে একটির দাম বের করে সমস্যার সমাধান করলাম এটিই ঐকিক নিয়ম৷  একইভাবে  এগুলির সমাধান করার চেষ্টা করি৷  ৩টি কলমের দাম ৯ টাকা হলে একটি কলমের দাম কত? ১০ টা লিচুর দাম ২০ টাকা হলে ১ টির দাম কত? ৬ টি...

মূর্ধন্যধ্বনি

 ট,ঠ,ড,ঢ, ণ এই বর্নগুলে উচ্চারণ করুন৷ এবারে খেয়াল করুন৷ জিহ্বা'র দিকে খেয়াল করুন৷ বর্ণগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা উল্টা একটা জায়গায় স্পর্শ হচ্ছে৷ খেয়াল করেছেন? হ্যাঁ,  যে স্থানটায় জিহ্বাটা লাগছে সেই স্থানের নামটাই মূর্ধা৷ আর আভিধানিক সংগা হল'  দন্তমূলের পিছনে শক্ত তালুর উচ্চতম স্থানটি'-কে  মূর্ধা  বলে l' আর এই ধ্বনিগুলো 'ট,ঠ,ড,ঢ,ণ ' মূর্ধাণ্য ধ্বনি৷